আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে পুনরায় শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সোয়া চার মাস পর আবার এই গন্তব্যে উড়াল দিচ্ছে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। সংস্থাটি জানায়, আগস্ট মাস থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার অর্থাৎ সপ্তাহে একদিন কুয়েতে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। তবে আগস্ট বলা হলেও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি এই বিজ্ঞপ্তিতে।
এছাড়া, এখন হতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টি ফ্লাইটের পরিবর্তে ৫টি শিডিউল ফ্লাইট পরিচালিত হবে বলেও জানানো হয়। বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন যাত্রীরা।
বিস্তারিত তথ্য বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এই নম্বরে ফোন করে জানা যাবে।
গত ২৪ মার্চ দেশে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হলে কুয়েতেও ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। করোনার পর এই প্রথম কুয়েতে শিডিউল ফ্লাইট চালুর ঘোষণা করলো সংস্থাটি।