করোনা মহামারীর জন্য ভ্রমণকারীদের উপর আরোপিত বিধি-নিষেধ শিথিল করছে অনেক দেশ। আবার কোন কোন দেশ সীমান্তে বাড়তি কড়াকড়ি আরোপও করেছে। ফলে চাইলেই এখন ভ্রমণকারীরা পছন্দ মতো দেশে ঘুরতে যেতে পারছেন না।

কিন্তু দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের জন্য সুখবর নিয়ে এসেছে। আরব আমিরাতের ভ্যাকসিন  গ্রহণ করা নাগরিকরা ১৯টি দেশে কোনো বিধি-নিষেধ ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এমনকি তাদের থাকতে হবেনা কোয়ারেন্টাইনেও ।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ভ্যাকসিন নেয়া নাগরিকদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করেছে আরব স্পেন। সেখানে গেলে আমিরাতের নাগরিকদের কোয়ারেন্টানে থাকতে হবে না। এমনকি নিজেদের পছন্দ মতো ৩০টির বেশি দেশে ভ্রমণ করতে পারবে তারা।

এমিরেটস এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে সপ্তাহে ২৮০টির বেশি ফ্লাইট দুবাই থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, জনপ্রিয় দ্বীপসহ বিভিন্ন শহরে যাবে। যারা অনেকদিন ধরেই ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এটা বড় সুযোগ। কোনো ধরনের ঝামেলা ছাড়া, কম খরচে, কোয়ারেন্টাইনের ঝক্কি না নিয়ে ভ্রমণ করতে পারবেন তারা।