করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় আরেক দফা বেড়ে গেলো দেশের আন্তর্জাতিক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।

বিষয়টি নিশ্চিত করে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘করোনার প্রাদুর্ভাব কমাতে সরকার ইতিমধ্যে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সামাজিক দূরত্ব সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমরাও ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছি।

প্রায় দেড়মাসের বেশি সময় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেএই ১৭টি দেশের সাথে আন্তর্জাতিক অভ্যন্তরীণ সব রুটে বন্ধ আছে যাত্রীবাহী ফ্লাইট। এবার এই দেশগুলোর সাথেই ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে।

যেহেতু দিনদিন করোনাভাইরাসের প্রাদুর্ভা বাড়ছে, তাই ইতিমধ্যে কয়েক দফা বৃদ্ধি করা হয় বিমান চলচল নিষেধাজ্ঞার সময়সূচি। বুধবার সরকার পুনরায় সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার কারণে বৃহস্পতিবার নিষেধাজ্ঞার সময়সূচি আরও একধাপ বাড়িয়ে দেয় বেবিচক।

তবে কার্গো, ত্রান-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম অব্যহত থাকবে।