আকাশপথে বিদেশ যেতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট নেয়া বাধ্যতামূলক করে সরকার।
১৮ জুলাইয়ে নেয়া সরকারি এই নির্দেশ অনুযায়ী ২৩ জুলাই থেকে বিদেশ গমনে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এবং সরকার অনুমোদিত ১৬টি কেন্দ্র থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই ভ্রমণে যাওয়া যাবে।
তবে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এই বিজ্ঞাপনে এসেছে সংশোধন।
গত ২১ জুলাইয়ে হওয়া আন্তঃমন্ত্রণালয় সভায় পূর্ববর্তী সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন এসেছে। নতুন বিজ্ঞাপন অনুসারে, বাংলাদেশি নাগরিকদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট নেয়া বাধ্যতামূলক , তবে শুধুমাত্র নিম্নলিখিত ব্যক্তিত্ব ব্যতীতঃ
১। কূটনীতিবিদগণ
২। জাতিসংঘ ও এর সহ-প্রতিষ্ঠানের সদস্য,
৩। আন্তর্জাতিক কোন সংস্থার প্রধান ও তাঁদের পরিবার
৪। ১৪ দিনের কম সময় বাংলাদেশে অবস্থানরত বিদেশী বিনিয়োগকারী ও বিদেশী পাসপোর্টধারী
এছাড়াও,
৫। ১০ বছরের কম বয়সের শিশুদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট নেয়া বাধ্যতামূলক নয়।
নতুন জারি করা নির্দেশ অনুযায়ী আগামী ২৬ জুলাই থেকে বিদেশ গমনে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত কার্যকর ঘোষণা করা হয়েছে।