হঠাৎকরেই বাংলাদেশে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় ২৪টি এয়ারলাইন্সের কাছে থেকে বকেয়া আদায় করতে ব্যর্থ হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘ চেষ্টার পরও প্রায় ৪৬ লাখ ডলারের বেশি বকেয়া উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এবার বকেয়া সমস্যা সমাধানে কঠোর হচ্ছে বেবিচক।
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেতে বিদেশী এয়ারলাইন্স গুলোকে গুনতে হবে ৫০ হাজার ইউএস ডলার যা জামানত হিসেবে রাখা হবে। বকেয়া শোধ না করলে জামানতের টাকা থেকে কেটে রাখবে বেবিচক।
বাংলাদেশে কমপক্ষে ৬টি এয়ারলাইন্স নতুন করে ফ্লাইট পরিচালনা শুরু করতে চায় বলে জানিয়েছে বেবিচক। এর মধ্যে ফ্লাইট চালানোর অনুমতি চেয়ে ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ, গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান, বেবিচকের কাছে আবেদন করেছে।
মার্চ, ২০১৯ থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান চলাচল বন্ধ আছে।
তবে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত পাকিস্তানের রাষ্ট্রীয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেছে।