দুবাইয়ে নিরাপদে অবতরণ করেছে বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। সোমবার (১৩ জুলাই) দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট দুবাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।
প্রায় সাড়ে তিন মাস পর ১৮৬ যাত্রী নিয়ে দুবাই পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে জানান,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজেটি ১৮৬ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। দুবাইয়ের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
ঢাকা-দুবাই-ঢাকা রুটে ১৩ জুলাই থেকে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফ্লাইট চালুর তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য কারণে ফ্লাইটগুলো স্থগিত করা হয়।
দেশে করোনা মহামারির প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত ২৪ মার্চ সর্বশেষ লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন থেকেই বিমানের সব রুটে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। গত ১ জুন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা উঠলে ২১ মার্চ করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে বিমান।