ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান চলাচল নির্বিঘ্ন করতে হযরত শাহজালালসহ তিন আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হচ্ছে। একই সঙ্গে দেশের বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থাও উন্নয়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, রানওয়ের তাৎক্ষণিক সব তথ্য জানার পাশাপাশি যন্ত্রের সাহায্যে অবতরণ পদ্ধতি উন্নত হলেই কেবল বিমান উড্ডয়ন ও অবতরণ নিরাপদ হবে।
এতে যাত্রীদের দুভোর্গ কমার সাথে সাথে এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতিও কম হবে।
শীতকাল এলেই বাড়ে এয়ারলাইন্সগুলোর উদ্বেগ। ঘন কুয়াশায় বা ভারী বৃষ্টিতে রানওয়ে দেখা না যাওয়ায় বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শুধু শিডিউল বিপর্যয়ই নয়, যাত্রী দুর্ভোগের পাশাপাশি অন্য দেশে উড়োজাহাজ অবতরণের কারণে ব্যয় বাড়ছে এয়ারলাইন্সগুলোর।