কোনো কারণে ফ্লাইট বাতিল হলে একে অন্যের যাত্রী পরিবহনে চুক্তিবদ্ধ হয়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি সংস্থা, নভোএয়ার।
গত বুধবার (১৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয় বলাকা ভবনে এই স্পেশাল রি-প্রটেকশন চুক্তি সই হয়েছে বলে জানায় নভোএয়ার।
বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার আলী ওসমান নুর এবং নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অনুসারে, অভ্যন্তরীন গন্তব্যে অনিবার্য কারনে ফ্লাইট বাতিল বা বিলম্ব হলে উভয় প্রতিষ্ঠান একে অপরের যাত্রী বহন করবে।
সেই সাথে আন্তর্জাতিক গন্তব্যে সংযোগের ক্ষেত্রেও উভয় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ গন্তব্যে একে অপরের যাত্রী বহন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।