স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অমান্য করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৪.৫ মিলিয়ন রিয়াল (১.০২ কোটি টাকা) জরিমানা করেছে সৌদি আরব সরকার।
করোনার মহামারী প্রকোপ কাটিয়ে পুনরায় আকাশ পথে ভ্রমণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি, কিন্তু সেক্ষত্রে সৌদি সরকার বিমানসংস্থা গুলোর উপর স্বাস্থ্যবিধি সম্পর্কিত কিছু বাধ্যতামূলক নির্দেশনা আরোপ করেছে। সেখানে বলে দেয়া হয়েছে যে বিমানবন্দরে অবতরণ বা উড্ডয়নকারী সকল বিমানকে ভ্রমণের আগে বিশেষ ভাবে জীবাণুমুক্ত করতে হবে।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ওই নির্দিষ্ট স্বাস্থ্য নির্দেশিকা না মেনেই সৌদি এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করেছে যার ফলশ্রুতিতে তাদেরকে এই জরিমানা করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জরিমানার বিষয়টি স্বীকার করলেও নির্দিষ্ট ভাবে কোন ফ্লাইটটির জন্য তাদের জরিমানা গুনতে হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।
তবে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা ভঙ্গ করার পেছনে দায়িত্বশীল কর্মীদের সন্ধানের জন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক জিয়াউদ্দিন আহমেদ ৩ সদস্য বিশিষ্ট্য এই কমিটির কথা নিশ্চিত করেছেন। সদস্যরা হলেন মোঃ গোলাম সরোয়ার আহবায়ক, গ্রাউন্ড সার্ভিস, বিমানবন্দর পরিষেবা পরিচালক, মোঃ মাসুদুল হাসান, বিমানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক এবং প্রণব কুমার বড়ুয়া, ফিন্যান্স বিভাগের উপ-ব্যবস্থাপক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
৩০ জুলাইয়ের মধ্যে কমিটিকে এই ঘটনার কারণ দর্শীয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আর কখনও এ জাতীয় দুর্ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।