আগামী ১৫ জুলাই পর্যন্ত সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়। তবে ডিসিজিএ অনুমোদিত কার্গো ও অনান্য বিমান এই সিদ্ধান্তের আওতাধীন নয়।
করোনা মহামারীর প্রভাব বিস্তার রোধে গত মার্চ থেকে সকল ফ্লাইট বন্ধ রেখেছিলো ভারত। তবে ২৫ মে থেকে অভ্যন্তরীন ফ্লাইট চালু করার অনুমতি মেলে। এছাড়া বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে চালু রয়েছে "বান্দে মাতারাম" নামের বিশেষ ফ্লাইট।
ভারতের বেসামরিক বিমানমন্ত্রী হারদীপ সিং গত সপ্তাহে বলেছিলেন, করোনার প্রকোপ কমলে জুলাই থেকে চালু হতে পারে আন্তর্জাতিক রুটের বিমান চলাচল, কিন্তু ভারতে ভাইরাসের প্রভাব ব্যাপক হারে বেড়েই চলেছে। এ পর্যন্ত ৫ লাখের বেশী সংক্রমণ এবং মৃত্যের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে দেশটিতে। এমতাবস্থায় তাই ফ্লাইট চালুর ব্যাপারে নতুন করে ভাবতে হচ্ছে দেশটিকে।