৬ অক্টোবরের পরিবর্তে ১ আগস্ট থেকেই ইতালিতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। এর আগে ৫ অক্টোবর পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলো ইতালি সরকার। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  আগামী ৩১ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে বাংলাদেশসহ আরও ১৩টি দেশ থেকে ইতালিগামী সকল ফ্লাইট।

এর আগে গত ৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ইতালির রোমে অবতরণ করা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করে দেশটির স্বাস্থ্য বিভাগ। যার প্রেক্ষিতে দেশটির সরকার ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে কোনো বাংলাদেশি  ইতালি যাননি। ইতালি সরকার দেশটিতে  প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ না থাকার প্রমাণস্বরূপ কোনও স্বাস্থ্য সনদ সঙ্গে নেওয়া বাধ্যতামূলক না করলেও অনেকেই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতালি সরকার রোমের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে লাজিও অঞ্চলে বসবাসকারী প্রায় ৩০,০০০ বাংলাদেশি নাগরিককে কোভিড-১৯ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ।