করোনা ভাইরাস মহামারীর সংক্রমণ সংক্রমণ ঠেকাতে অন অ্যারাইভাল ভিসা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত মঙ্গলবার এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দেশের জন্য এই নিয়ম বহাল থাকবে। শুধুমাত্র বিদেশি ব্যবসায়ী এবং বিনিয়োগকারী গণ বর্তমান ভিসা নীতিমালার আলোকে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।
সে ক্ষেত্রে ভিসা প্রার্থীকে অবশ্যই কোভিড-১৯ মুক্ত সনদ দেখাতে হবে দেশে প্রবেশের সময়। তবে পরীক্ষাটি হতে হবে বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে। তাছাড়া ব্যাবসার আনুসাঙ্গিক কাগজপত্র দেখাতে হবে ইমিগ্রেশন কাউন্টারে ।
করোনা মহামারী প্রতিরোধে গত ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত অরা হয়েছিল। এরপর কয়েক দফায় তা বাড়িয়ে ১৫ জুন করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো।