কথা রেখেছে টার্কিশ এয়ারলাইন্স। আজ সকাল ৯ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের প্রথম বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি আজ সকালেই ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বলে জানানো হয়েছে।

এর আগে ৩ জুলাই  থেকে ফ্লাইট শুরুর ঘোষণা দিলেও সেটা বাতিল করা হয়। টার্কিশ সিভিল এভিয়েশনের সিদ্ধান্ত অনুসারে ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে ফ্লাইট বাতিল করা হয়। 

এ বিষয়ে বিবৃতি দিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, "যাত্রীদের সুরক্ষা ও মঙ্গল আমাদের প্রধান বিবেচ্চো বিষয়। সারা বিশ্বের করোনা পরিস্থিতি গভীর ভাবে পর্যালোচনা করে সেটি প্রতিরোধে নানাবিধ পদক্ষেপ নিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। "

বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করায় আবার বিমান চলাচলের পরিকল্পনা করা হয়। এতে করে ৩ জুলাই থেকে  ঢাকা -ইস্তাম্বুল রুটে সপ্তাহে  ৩ টি করে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেন প্রতিষ্ঠানটি। 

এরপর তুরস্কের সিভিল এভিয়েশন কতৃপক্ষ করোনা পরিস্থিতির আকৎস্মিকতার পুনঃবিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী চলাচলের সাময়িক বিরতি দেয়ার নির্দেশ দেন। এর ফলে ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়।