লকডাউনের কারণে সোমবার থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ রাখবে ফ্লাইট অপারেটরগুলো। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন।

তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তিনি জানান, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে  একটি নোটিশ জারি করবে বিমান কর্তৃপক্ষ। এর আগে, গতকাল দিনের শুরুতে বাংলাদেশ সরকার দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করে। সোমবার থেকে এ লকডাউন শুরু হবে।

গতকাল সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এভিয়েশন নিউজকে বলেন, লকডাউনের গেজেট প্রকাশের পর কাল সিভিল এভিয়েশন থেকে ফ্লাইট বন্ধের গেজেট প্রকাশ হতে পারে। তিনি বলেন, শনিবার রাত পর্যন্ত ফ্লাইট বন্ধের কোন গেজেট প্রকাশ হয়নি। সেটি আন্তঃমন্ত্রনালয়ের সিদ্ধান্ত মাত্র।

তবে নভো এয়ার, ইউএসবাংলা এয়ারলাইন্স এবং রাস্ট্রীয় ক্যারিয়ার বিমান সুত্রে জানাগেছে এখন পর্যন্ত এধরনের কোন অর্ডার পাননি তারা। এইজন্য আগের মতো ফ্লাইট সিডিউল অব্যাহত রেখেছেন।