আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে সেটা নির্ভর করছে অন্যান্য আন্তর্জাতিক এয়ারওয়েজের গুলোর  সিদ্ধান্তের উপর। আন্তর্জাতিক এয়ারওয়েজগুলো পুনরায় চালু হলে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করবে বেসামরিক বিমান পরিবহন।

গত বুধবার ৩ জুন ভার্চুয়াল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে যে অর্থনৈতিক সঙ্কটে পড়েছে বিমান সংস্থাগুলো, তা থেকে উত্তরণের জন্য দেশীয় বিমান সংস্থাগুলোর জন্য বিমানের চার্জের শতভাগ মওকুফ এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য ৫০ শতাংশ মওকুফ করা সহ বিভিন্ন সহায়তা  মূলক পদক্ষেপ গ্রহণ করেছে মন্ত্রণালয়।