করোনার টিকা গ্রহণ কার্যক্রম চলছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনার মহামারির সংক্রমণ ঠেকাতে বাতিল রয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল। অস্ট্রেলিয়ার উড়োজাহাজ প্রতিষ্ঠান কানতাস এয়ারলাইন্সকে আন্তর্জাতিক যাত্রীদের করোনা ভাইরাসেরর টিকা নেয়া নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার এরূপ  নির্দেশ দিয়েছে। 

সংস্থাটির প্রধান কর্মকর্তা অ্যালেন জয়েস জানিয়েছেন,করোনা মহামারীর কারণে ৭৫ শতাংশ যাত্রী কমে গেছে বলে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা কার্যক্রম চলছে। করোনার সংক্রমণ ঠেকাতে বাতিল রয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল। এমন অবস্থায় বিমান যাত্রার জন্য আন্তর্জাতিক যাত্রীদের অবশ্যই করোনা টিকা নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দেয়া তাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে কাদের বিমানের টিকেট দেয়া হবে বা হবে না, তা তাদের সংস্থার নীতিমালার ওপর নির্ভর করছে।তিনি বলেন, নব্বই শতাংশ যাত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের অভিমত, করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক হওয়া জরুরি।