করোনা (কোভিড-১৯) ভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।

গতকাল সোমবার দুপুর ৩টায় ভারত থেকে আমদানি করা ১০ লাখ ভ্যাকসিন নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ বিমান জোহানেসবার্গ এয়ারপোর্টে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা ও স্বাস্থ্যমন্ত্রী জিউলি এমখাইজি এয়ারপোর্ট থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

চলতি মাসে ক্রমান্বয়ে আরো ৫ লাখ ভ্যাকসিন ভারত থেকে আমদানি করার কথা ভাবছে দেশটি।