মিয়ানমার তার আকাশসীমায় উড়োজাহাজ চলাচলে এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধ করে দিয়েছে। গত সোমবার দেশটির সিভিল এভিয়েশন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ সিভিল এভিয়েশনকে উল্লেখিত বিষয়টি নিশ্চিত করেন। 

এর ফলে মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের যেসব বিমান থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় তারা মিয়ানমারের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো ধরনের রাডার সার্ভিস বা নির্দেশনা পাবে না।

কি কারণে মায়ানমার তাদের রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধে করেছে তা জানা যায়নি বলে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সময় গণমাধ্যমকে জানিয়েছেন। 

আপাতত সব দেশের সঙ্গেই বিমান চলাচল বন্ধ রেখেছে দেশটি।