বাংলাদেশে প্রথমবারের মতো ২০২১ সালের ফেব্রুয়ারিতে ডাইনাররা ফ্লাই ডাইনিং অভিজ্ঞতার মধ্য দিয়ে মাঝ আকাশে বসে খেতে পারবে।
আগামী ১ ফেব্রুয়ারি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারের সুগন্ধা বিচের কাছে ফ্লাই ডাইনিং নামের একটি স্কাই রেস্টুরেন্ট ফ্র্যাঞ্চাইজি চালু হতে চলেছে। সেখানে মানুষকে মাটির ১৫০ ফুট উপরে বসে খাবার খাওয়ার ব্যাবস্থা করা হবে।
এই বিষয়ে জায়গাটির মালিক এবং মাল্টিন্যাশনাল কোম্পানি, ইওর ট্রাভেল-এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গত ৬ ডিসেম্বর নগরীর জাতীয় প্রেসক্লাবে এই চুক্তি স্বাক্ষর করেছেন ইওর ট্রাভেলের চেয়ারম্যান ফয়েজ আবু বকর নবাব এবং জমির মালিক জোবায়ের চৌধুরী মানিক।
ইওর ট্রাভেল এর প্রধান গণসংযোগ অফিসার মোঃ আমান উল্লাহ বলেছেন, "ফ্লাই ডাইনিং হলো এক ধরণের রেস্তোঁরা যেখানে অ্যাডভেঞ্চারপ্রেমীরা ১৫০ ফুট উঁচুতে উঠে বসে তাদের খাবারগুলি অনন্য উপায়ে উপভোগ করতে পারে।"
তিনি আরও বলেন, "২২টি আসন ঘিরে একটি টেবিলে ফ্লাই ডাইনিং এর পরিকল্পনা করা হয়েছে কক্সবাজারে। খাবারপ্রেমীরা সেখানে রাতের খাবার উপভোগ করতে পারবেন।" থাকবে খাবারের চার্জ, প্রকার এবং অন্যান্য বিস্তারিত বিষয় পরে ঘোষণা করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন প্রধান অতিথি হিসাবে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। ইওর ট্রাভেল-এর অন্যান্য অফিসাররাও সেখানে উপস্থিত ছিলেন।
ছবিঃ সংগৃহীত