পুনরায় করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে দেশের সব অফিস-আদালতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।
তবে এই ছুটির আওতায় হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলো থাকবে না। ছুটির সময় গণপরিবহন বন্ধ না হলেও চলাচল সীমিত রাখা হবে।
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া কোভিড-১৯ রোগে দেশে মহামারী ঠেকাতে সরকারের নানারকম কার্যক্রম তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলনে এসে পাঁচ দিন সাধারণ ছুটির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে পুরোপুরি নিশ্চিত করা হয়নি এই সাধারন ছুটি।
তিনি জানান, আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি, এর পরের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকছে। তারপর পাঁচ দিনের সাধারণ ছুটি শেষে আবার ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি দাঁড়াচ্ছে একটানা ১০ দিন।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে এই সাত দিনের ছুটি সংক্রান্ত যে খবর প্রচার হয়েছে, সেটা পুরোটাই মিথ্যে।
রোববার দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।