ভারত সরকার অবরোধ তুলে নেয়ায় পর্যটকদের আনাগোনা বাড়ছে কাশ্মীর উপত্যকায়। যে জন্য আগের রূপে ফিরতে শুরু করেছে কাশ্মীর ।
রাষ্ট্রক্ষমতার হাতে কয়দিন আগেও বন্দি ছিলো পৃথিবীর ভূ-স্বর্গ নামে পরিচিত পাওয়া যে কাশ্মীর, তবে ধীরে ধীরে তা নিজের ছন্দে ফিরতে শুরু করেছে পর্যটকদের আনাগোনায়।পর্যটকদের আকর্ষণ করতে নানা উদ্যোগও নেয়া হচ্ছে।
এরইমধ্যে, নতুন একটি ইগলু ক্যাফে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভূস্বর্গটিতে। সম্পূর্ণ বরফ ও তুষার দিয়ে নির্মিত গম্বুজাকার ক্যাফেটি দেখতে ভিড় করছেন পর্যটকরা। । একবার হলেও ক্যাফেটিতে ঢু মারছেন কাশ্মীরে ঘুরতে যাওয়া লোকজন ।
এক পর্যটক বলেন, ‘হঠাৎ করেই আমরা এটাকে দেখে আশ্চর্য হয়েছি। সাধারণত এ ধরণের ক্যাফে আমাদের এখানে দেখা যায় না। ভেতরে অনেক ঠান্ডা হলেও খুবই সুন্দর। যেই আসবে তার ভালো লাগবে।
উদ্যোক্তারা জানান, এটার ভেতরটা ২২ ফিট চওড়া। আর বাহিরে ২৫ ফিট। উপরে সাড়ে ১২ ফিট চওড়া। ১৫ জন শ্রমিক ২০ দিনে এটা তৈরি করেছে।’এত বড় গম্বুজআকৃতির ক্যাফে এশিয়ায় আর একটিও নেই।
তুষার দিয়ে তৈরি হওয়া ক্যাফেটির খাবার তালিকায় গরম খাবারের প্রাধান্য সবসময় বেশি থাকে।