করোনা মহামারীর কারণে বিপর্যস্ত পর্যটন খাত রক্ষার খাতিরে কিছু দেশের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ডের পর্যটন সংস্থা।
মূলতঃ যেসব দেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কম, সেসব দেশের পর্যটকদের ভ্রমণের অনুমতি দেয়ার কথা ভাবছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড।
সেক্ষেত্রে সংস্থাটি চাচ্ছে পর্যটকদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন শিথিল করতে।
ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের গভর্নর ইউথাসাক সুপাসোর্ন এ সম্পর্কে জানান, "ভ্রমণের উদ্দেশ্যে যেসব এশীয় পর্যটক সাধারণত দুই সপ্তাহের বেশি থাইল্যান্ডে অবস্থান করেন না, তাদের জন্য কোয়ারেন্টিন শিথিলের পরিকল্পনা করা হচ্ছে।"
তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অবশ্যই সরকারের অনুমোদনের প্রয়োজন রয়েছে।
সেই সাথে পরিকল্পনার আওতাভুক্ত সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করতে হবে।