করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত কোভ্যাক্সিন টিকার উৎপাদন ১০ গুণ বাড়ানোর কথা জানিয়েছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
শুক্রবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবছরের সেপ্টেম্বর নাগাদ ১০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
বর্তমানে কোভ্যাক্সিন-এর উৎপাদক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের মাসিক উৎপাদন ক্ষমতা এক কোটি ডোজ। সেপ্টেম্বর নাগাদ এর উৎপাদন সক্ষমতা ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত কয়েক সপ্তাহে রেকর্ড সংক্রমণের মধ্যে ভারতে করোনার টিকার ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে দেশটির বিভিন্ন রাজ্যে টিকাদান কার্যক্রমের গতি কমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন টিকা আমদানিরও উদ্যোগ নিতে যাচ্ছে নয়াদিল্লি।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত কোভ্যাক্সিন-এর বর্তমান উৎপাদন সক্ষমতা এ বছরের মে-জুন নাগাদ দ্বিগুণ করা হবে এবং জুলাই-আগস্টের মধ্যে তা ৬-৭ গুণ বাড়ানো হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, কোভ্যাক্সিনের উৎপাদন সক্ষমতা বাড়াতে এক কোটি ৭০ লাখ ডলারের তহবিলের যোগান দেবে সরকার। মহামারির দ্বিতীয় ঢেউ সামলাতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে।