ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এখন শুধুমাত্র সময়ের ব্যাপার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অথরিটির-এফএএ অনুমোদন পেলেই ফ্লাইট শুরু করা যাবে।

১৯৯৩ সালে ঢাকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম হয়ে নিউ ইয়র্কের ফ্লাইট শুরু করে বিমান। পরে ডিসি-টেন উড়োজাহাজ ব্যবহার করে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে দুবাই এবং বেলজিয়ামের ব্রাসেলস হয়ে নিউ ইয়র্ক ফ্লাইট যাচ্ছিলো।

২০০৬ সালে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ক্যাটাগরি-২ তে নামায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফএএ। পরে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সরাসরি ফ্লাইট চলাচল।

১৬ বছর পর আবারো ফ্লাইট চালুর চুক্তি হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে।

ইতোমধ্যে এফএএ-এর সব শর্ত পূরণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এখন অপেক্ষা এফএএ এর চূড়ান্ত অনুমোদনের।

এখনই ফ্লাইট শুরু করা না গেলেও বিমান যোগাযোগের ক্ষেত্রে একে একধাপ উন্নতি মনে করছেন বিশেষজ্ঞরা।