করোনার প্রকপের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল আবারও চালু হতে যাচ্ছে।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আভাস দিয়েছে, আজ (২৯ সেপ্টেম্বর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) ভার্চুয়াল বৈঠকের পরই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে চলেছে।

এই মুহূর্তে বাংলাদেশের হাজার হাজার নাগরিক চিকিৎসার প্রয়োজনে বা নানা ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

কিন্তু বিমান চলাচল বন্ধ থাকায় তারা যেতে পারছেন না।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে

বাংলাদেশে আবারও আসতে পারবেন ভারতীয় নাগরিকরা।

যে ব্যবস্থার অধীনে দুই দেশের মাঝে এই বিমান চলাচল আবারও শুরু হবে সেটাকে বলা হচ্ছেট্রান্সপোর্ট বাবলঅথবাএয়ার ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট