সৌদি সরকারের চলমান কঠোর বিধিনিষেধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী প্রবাসী বাংলাদেশিরা। শর্তের মধ্যে রয়েছে :সাত দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন যার ব্যায় প্রায় ৬৫ হাজার টাকা যা যাত্রীদের ব্যাক্তিগত ভাবে বহন করতে হবে, এছাড়া দেশটিতে গিয়ে ৬ হাজার টাকা খরচ করে দুই দফা  করোনাভাইরাসের টেস্ট, বাধ্যতামূলক মেডিক্যাল ইনসিওরেন্স, ইচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত করোনা ছড়ানোর অভিযোগ প্রমাণিত হলে ৫ লাখ রিয়াল বা সোয়া কোটি টাকা জরিমানা, ৫ বছরের জেল, সৌদি থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন শর্ত।

এসব শর্ত মেনে সৌদি যাওয়া দুঃসাধ্য হয়ে পড়ছে অনেক প্রবাসীর পক্ষে। শর্তের কারণে পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে সৌদি সঙ্গে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে শর্ত শিথিলের দেন-দরবার করেও কোন ফল পাওয়া যায়নি।তাই শর্ত মেনেই আগামীকাল ২৪ মে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।তবে ফ্লাইট সংখ্যা সীমিত করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।