আজ রোববার (২১ জুন) থেকে পুনরায় লন্ডন-ঢাকা-সিলেট ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত প্রতি রোববার লন্ডন-ঢাকা-সিলেট রুটে এই ফ্লাইটটি নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, ২১ জুন এবং ২৮ জুন, ২০২০ এর ফ্লাইটে ভ্রমণের জন্য আগ্রহী যাত্রী সাধারণকে নিম্নলিখিত ই-মেইলের মাধ্যমে যোগাযোগের অনুরোধ জানানো যাচ্ছে।
এই তারিখে ভ্রমণের জন্য যাত্রীদের বর্তমান আংশিক ব্যবহৃত টিকেটের অতিরিক্ত কোন অর্থের প্রয়োজন নেই। যাত্রীরকে তাদের হাতে থাকা টিকেটের কপি, পাসপোর্টের বায়োমেট্রিক পেজ ও এনভিআর পেজ সংযুক্ত করে ই-মেইল পাঠাতে হবে।
ই-মেইল পাঠানোর ঠিকানাঃ
এছাড়া ব্যাংক ট্রান্সফার অথবা নগদ পরিশোধের মাধ্যমে নতুন টিকেটও ক্রয় করা যাবে। ই-মেইল এর মাধ্যমে যাত্রীর কাছে টিকেট পৌঁছে দেয়া হবে। তবে পরে ই-টিকেট ইস্যু করার পূর্বেই বিমানের অ্যাকাউন্ট এ অর্থ জমা দিতে হবে। প্রয়োজনে সময় সল্পতার কারণে নগদে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন অফিসে।
ব্যাংক হিসাবের নামঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,
ব্যাংক হিসেব নংঃ ৭০০২৪৯৩৫,
সর্ট কোডঃ ৬০-৯৫-১১,
ব্যাংকের নামঃ হাবিব ব্যাংক (এইচবিএল ইউকে)
বাংলাদেশ বিমান, লন্ডন, ১৭ কনডুয়েট স্ট্রিট লন্ডন, ডাবলু১এস ২বিজে,
ফোন: ০২০৭৬২৯০২৫২