দীর্ঘদিন বন্ধের পর পর্যটন খাত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।তুরস্কের পর্যটনমন্ত্রী মেহমেত নুরী এরসয় এক বিবৃতিতে জানিয়েছেন ২৮ মে থেকে দেশের ভেতরে পর্যটন খাত খুলে দেয়া হবে, আর বিদেশিদের জন্য উন্মুক্ত করা হবে মধ্য জুন থেকে।

টিভিতে দেয়া এক বিবৃতিতে মেহমেত নুরী বলেন চীন, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলো করোনা থেকে দ্রুত সেরে উঠছে তাই শুরুতে এশিয়ার সঙ্গে যোগাযোগ চালু  করবেন তারা। ইউরোপের দেশগুলোতেও আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। বেশিরভাগ দেশের সঙ্গেই মধ্য জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।

সংক্রামণ এবং মৃত্যু হার কমায় দেশটি অর্থনীতিও খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। তার কিছুদিন  আগে স্বাস্থ্য পর্যটন খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।৩১ দেশের রোগীরা ২০ মে থেকে তুরস্কে স্বাস্থ্যসেবা গ্রহণে যেতে পারবেন বলে জানান কতৃপক্ষ ।এরপরই পর্যটন খাত উন্মুক্ত করার ঘোষণা আসে। করোনা সংক্রমণ শুরু হলে দেশটি ২৭ মার্চ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় দেশটি , এরপর  অভ্যন্তরীণ ফ্লাইটও স্থগিত করা হয় ১ মে থেকে