জাপানের উড়োজাহাজ পরিবহন সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ আন্তর্জাতিক ভ্রমণ পরিষেবা স্বাভাবিক করতে বিমানবন্দরে আসা যাত্রীদের করোনাভাইরাস সংক্রমণের তথ্য সংগ্রহে পরীক্ষামূলক অ্যাপস ব্যবহার শুরু করেছে।

জাপানের টোকিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের হনোলুলু ও নিউইয়র্কে এনার আগামী ৬ জুন পর্যন্ত যেসব ফ্লাইট রয়েছে সেসব ফ্লাইটে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ট্রাভেল পাসের পরীক্ষামূলক ব্যবহার করবে।একজন ভ্রমণকারীর পিসিআর পরীক্ষার ফলাফল স্মার্টফোনের এ অ্যাপে দেখা যায়।

৫২ বছর বয়সী টোকিওর হানেদা বিমানবন্দরে পরীক্ষামূলক এ ব্যবহারে অংশ নেয়া এক ব্যক্তি জানান, এটি ব্যবহার করা খুবই সুবিধাজনক। কারণ এখানে আমি শুধু আমার স্মার্টফোন দেখিয়েছি।

এনার তথ্যানুযায়ী অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার প্রক্রিয়ায় অংশ নেয়ার ব্যাপারে আরো ৩২টি বিমানসংস্থা আগ্রহ প্রকাশ করেছে। গত মার্চে তারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থায়নে নির্মিত এ রকম আরেকটি অ্যাপস কমনপাস ব্যবহার করেছিল।