দীর্ঘদিন স্থগিত থাকার পর ঢাকার সঙ্গে আবারও ফ্লাইট চালু করল তুরস্ক। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে এ ফ্লাইট চালু হয়েছে।

তুরস্কের পতাকাবাহী এই এয়ারলাইন্সটি ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে।

টার্কিশ এয়ারলাইন্সের মার্কেটিং ম্যানেজার এ সাত্তার সিদ্দিকী রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

টার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১২ ফ্লাইটটি সোমবার ঢাকার উদ্দেশ্যে ইস্তাম্বুল ছেড়ে যায়।

ফ্লাইটটি শনিরোবমঙ্গলবুধ ও বৃহস্পতিবারও চলবে। বুধবার টিকে৭১৩ সপ্তাহের বুধবৃহস্পতিশুক্ররোব ও সোমবার ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

করোনাভাইরাস মহামারীতে ১৭ জুলাই থেকে এই রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়।

গত ১২ জুন থেকে তুরস্ক তাদের সবদেশের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে।

সীমান্তবর্তী সবদেশের নাগরিক টার্কিশ ইমিগ্রেশন রুলস মেনে দেশটিতে প্রবেশ করতে পারবে।