২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ এক বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে ফ্লাইট। সোমবার বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে পুনরায় সপ্তাহের প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

 মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে বিমানের টিকেট ক্রয় করতে পারবেন যাত্রীরা।