প্রায় ১৬ বছর আগে রাডার স্থাপনের উদ্যোগ নিলেও নানা অনিয়ম ও জটিলতায় আটকে ছিল প্রকল্পটি , অবশেষে রাডারসহ অত্যাধুনিক অটোমেটেড এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
জানা গেছে, অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ক্রয় প্রস্তাব শিগগিরই যাচ্ছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।
ফ্রান্সের থ্যালাস টেকনোলজি একটি আধুনিক রাডারসহ ২০ ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়ার সল্যুশনসহ একটি আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করবে। ইতোমধ্যে জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে ফ্রান্সের সঙ্গে আর্থিক প্রস্তাব চূড়ান্ত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির আর্থিক প্রস্তাব অনুমোদন করে। ফেব্রুয়ারিতে ক্রয়চুক্তি সম্পাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চুক্তির পর পুরো সিস্টেম স্থাপন, চালু ও প্রশিক্ষণ শেষ করতে লাগবে প্রায় তিন বছর।