সৌদি কর্তৃপক্ষ তাদের মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের আবারও কাজে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে।  তিন বছর পর মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য এই  সুযোগ পুনঃরায় অবমুক্ত হলো। 

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট-জাওয়াজাত বলেন , করোনার কারণে সৌদি আরব থেকে এক্সিট ও রি-এন্ট্রি ভিসা নিয়ে দেশে ফেরা প্রবাসীদের মধ্যে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তিন বছর পর আবারও তারা কাজে ফেরার সুযোগ পাবেন । গত রোববার রোববার (৩১ জানুয়ারি) তিনি এই তথ্য জানান।

তবে আগের নিয়োগ কর্তার কাছে যারা নতুন কাজের ভিসায়  ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।

বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের বিমান যোগাযোগ বন্ধ থাকায় এক বছর আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক প্রবাসী নিজ দেশে আটকা পড়েন।