করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেকে জনসমাগমে যেতে চাচ্ছেন না, কিংবা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না। তাদের জন্য সুখবর নিয়ে এলো দেশের বেসরকারি বিমান সংস্থা, ইউএস বাংলা এয়ারলাইন্স। মাত্র দুই লাখ টাকায় প্লেন ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দিচ্ছে বেসরকারি এই এয়ারলাইন্সটি। শনিবার (৬ জুন) ইউএস বাংলা তাদের নতুন এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানায়।

পারিবারিক এবং ব্যবসায়িক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স প্লেন ভাড়া দিচ্ছে। এজন্য ১ লাখ ৮০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা খরচ হবে (দূরত্বের ওপর নির্ভরশীল)। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা প্লেনটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য প্রতিঘন্টায় ১০ হাজার করে অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে।

ইতোপূর্বে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড অফার শুরু করেছে। ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বরঃ

ইউএস বাংলা এয়ারলাইন্স - ০১৭৭৭৭৭৭৮৮৪ এবং ০১৭৭৭৭৭৭৮৮৪৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।