করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। আপাততো লন্ডন আর দোহাতে ফ্লাইট চলাচলের অনুমতি মিললেও শুরু হয়নি লন্ডনের কোন  ফ্লাইট। গত মঙ্গলবার যাত্রীবাহী ফ্লাইট  উড়েছে শুধু দোহার উদ্দেশ্যে।

প্রায় ৩ মাস পর আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান অবশেষে আকাশে উড়ার অনুমতি পেল। করোনা মহামারী রোধে এতো দিন বন্ধ ছিলো আন্তর্জাতিক আকাশ পথ। তবে এখনো তা পুরোপুরি অবমুক্ত করা হয়নি, রয়েছে বিভিন্ন দেশের নানান নিষেধাজ্ঞা।

শীঘ্রই বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আরো ৪ টি বিদেশী  বিমান সংস্থা। দীর্ঘ বিরতির পর এমন সিদ্ধান্ত সস্তি ফিরিয়েছে যাত্রীদের মনে, কেননা বিশেষ চার্টার ফ্লাইটের উচ্চমূল্য গুনতে হয়েছে বিদেশে আটকে পরা যাত্রীদের। যদিও বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে লাগবে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এমিরেটস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই এবং তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছে। এর ভেতর টার্কিশ এয়ারলাইন্স ১লা জুলাই আর অন্যরা অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক।