বাংলাদেশ বিমানের টরোন্টো, টোকিও ও চেন্নাই ফ্লাইট আগামী মার্চে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান।
এ ছাড়া ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারেও দ্রুত সুখবর দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর ফার্মগেটের ৮১, কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের বাণিজ্যিক সেবা উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বিমানের বহর এখন আধুনিক ও তারুণ্যদীপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বিমানবহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির নতুন ১৩টি উড়োজাহাজ। অচিরেই আরও দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হবে।
এ উড়োজাহাজগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হচ্ছে।সর্বোচ্চ মানের যাত্রীসেবা নিশ্চিতে বিমানের কোনো কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না।