সৌদিগামী তিনটি গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাচলকারী ফ্লাইটের যাত্রীদের ওপর শর্তারোপ করা হয়েছে।শর্তের মধ্যে সৌদি আরব যাওয়ার পর প্রত্যেক যাত্রীকে নিজ খরচে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। আগামী ২০ মে রাত ১২টার পর থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে। এক ই-মেইল বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার বিমানের বলাকা ভবনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন, সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি থেকে দুই দিন আগে ই- মেইল বার্তা পাঠিয়ে জানানো হয়েছে যে, আগামী ২০ মে রাত ১২টার পর বিমানের ফ্লাইটে যেসব যাত্রী সৌদি আরব ভ্রমণকারী প্রত্যেককেই নিজ খরচে হোটেলে সাত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
যারা এ নিয়ম মানবেন না তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে বলে ওই শর্তে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের সাথে এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।