বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এয়ার ট্রাভেল বাবল’ চুক্তি হতে যাচ্ছে তিন মাসের জন্য।
দ্রুত চুক্তি সম্পাদন করতে উভয় দেশই সম্মতি প্রকাশ করেছে।
গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘এয়ার বাবল’ চুক্তির ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের মতামত চেয়ে নোট ভার্বাল পাঠায়।
তারই পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে প্রস্তাবের উত্তর পাঠায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ মিশন গত ৮ অক্টোবর ভারতীয় প্রস্তাবনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে দ্রুত ‘এয়ার বাবল’ চুক্তি সম্পাদন করার পক্ষে মত দেয়।
বেবিচক- এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা যে প্রস্তাবনা পাঠিয়েছিলাম সেটির ভারতের উত্তরসংবলিত চিঠি আমি এখনো হাতে পাইনি। তবে আমাদের প্রস্তাবগুলো যদি তারা মেনে নেয়, তা হলে দ্রুত আমরা ‘এয়ার বাবল’ চুক্তিতে যাব।