বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র

 পররাষ্ট্রমন্ত্রী  কে আবদুল মোমেন শুক্রবার (২১ মেসিএনএন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন

সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের জন্য এটা বড় সুখবর। উন্নয়নশীল দেশগুলোকে জো বাইডেন প্রশাসন প্রায় কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছেন

বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা কেনার জন্য চুক্তি করেছিল। অগ্রিম টাকা পরিশোধ সত্ত্বেও সেরাম পর্যন্ত সরবরাহ করেছে মাত্র ৭০ লাখ ডোজ টিকা। এছাড়া ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ টিকা।

"বাংলাদেশে যেসব মানুষ এই টিকার প্রথম ডোজ পেয়েছেন, টিকার অভাবে তাদের একটা বড় অংশ দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে", বলেন পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, "আমরা যখন অন্য জায়গা থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছি। তখন আমেরিকার অন্য দেশকে অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার এই সিদ্ধান্ত ঘোষণার খবর আমরা শুনেছি।"

মোমেন আরও বলেন, "আমরা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মি. ব্লিঙ্কেনকে টিকা চেয়ে চিঠি লিখেছি। আমেরিকা বাংলাদেশকে কিছু ডোজ টিকা দিতে রাজি হয়েছে। তবে সমস্যা হলো- এফডিএ (আমেরিকার খাদ্য ওষুধ প্রশাসন) এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের রপ্তানি অনুমোদন করতে অনেক সময় নিচ্ছে।"