কাতার প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিনের করোনাভাইরাসের ভীতি কাটিয়ে দেশে ছুটি কাটাতে যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন।

বিভিন্ন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা এখন টিকেটের জন্য ভিড় জমাচ্ছেন। আর মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা।

করোনায় কারণে কাতারে নানা রকম বিধিনিষেধ থাকায় দীর্ঘদিন ছুটি কাটাতে দেশে যাননি বহু প্রবাসী বাংলাদেশি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক না হলেও ছুটিতে যাওয়ার জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে কর্তৃপক্ষ।তাই টিকেটের জন্য ভিড় বেড়েছে ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

এক প্রবাসী জানান, কাতারে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আমরা প্রবাসীরা দেশে ফিরতে পারেনি। এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় আমরা দেশে যাওয়ার জন্য টিকেট ক্রয় করেছি।