শর্ত সাপেক্ষে কয়েকটি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের করোনাভাইরাসমুক্ত সনদ প্রদানের অনুমোদন দিয়েছে সরকার।
সরকারি পরীক্ষাগারের বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা দিলে তারা পরীক্ষা করে সনদ প্রদান করবে। তবে স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে ওই সনদের কপি অবশ্যই থাকতে হবে।
ঢাকা বিভাগে সরকারি প্রতিষ্ঠানগুলোর তালিকাঃ
আইইডিসিআর-(গভর্নমেন্ট এমপ্লয়ী), সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-ঢাকা, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-সাভার, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)- ঘাটাইল, এএফআইপি (আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলোজি)-ঢাকা, পুলিশ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-ঢাকা, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ-ঢাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফ সেন্টার-ঢাকা, নারায়ণগঞ্জ ৩০০ বেড হাসপাতাল-ঢাকা।
ঢাকা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকাঃ
আইসিডিডিআরবি, ডি এম এফ এ আর মল্লিক কিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক (সোবাহানবাগ), ল্যাবএইড লিমিটেড (ধানমন্ডি), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (মহাখালী), আই-দেশি ডায়গনস্টিক সেন্টার (মহাখালী), পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ধানমন্ডি), স্কয়ার হাসপাতাল (পান্থপথ), এভারকেয়ার হাসপাতাল (বসুন্ধরা), প্রভা ডায়াগনস্টিক (বনানী), ইউনাইটেড হাসপাতাল (গুলশান), গুলশান ক্লিনিক (গুলশান, ঢাকা)।
এছাড়াও রয়েছে- স্ট্রিমজ হেলথ কেয়ার বিডি লিমিটেড (কাজী নজরুল ইসলাম এভিনিউ), আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, নেভাস ক্লিনিক রিসার্চ সার্ভিসেস লিমিটেড, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাহাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার (মিরপুর), অলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বঙ্গবন্ধু মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার (ঢাকা), ডিএনএ সলিউশন লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক (ঢাকা), এছাড়া বিআরবি হাসপাতাল লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, প্রেসক্রিপশন পয়েন্ট (বাড্ডা), বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল (ঢাকা)।
অন্যান্য বিভাগে সরকারি প্রতিষ্ঠানগুলোঃ
সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-বরিশাল, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-রামু, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-বগুড়া, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-সিলেট, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-কুমিল্লা, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-যশোর, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-রংপু্র, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-ময়মনসিংহ, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-সৈয়দপু্র, সি এম এইচ (কম্বাইন্ড মিলিটারি হসপিটাল)-চট্টগ্রাম, বিএনএস পতেঙ্গা চট্টগ্রাম, বিএনএস উপশম খুলনা, চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ- চট্টগ্রাম, টি এম এস এস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল ঠেঙ্গামারা- রংপুর রোড- বগুড়া, কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরী),শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ-বগুড়া, শেরেবাংলা মেডিকেল কলেজ-বরিশাল, কুমিল্লা মেডিকেল কলেজ-কুমিল্লা, খুলনা মেডিকেল কলেজ-খুলনা, কুষ্টিয়া মেডিকেল কলেজ-কুষ্টিয়া, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ-ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ-রাজশাহী, রংপুর মেডিকেল কলেজ-রংপুর, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ-সিলেট, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ-নোয়াখালী, মোঃ আব্দুর রহিম মেডিকেল কলেজ-দিনাজপুর।
অন্য বিভাগে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোঃ
সীমান্তিক প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড (চট্টগ্রাম), জরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল (বাজিতপুর, কিশোরগঞ্জ) এবং এএনজেড হাসপাতাল লিমিটেডেও বিদেশ গমনেচ্ছুদের করোনামুক্ত সনদ মিলবে।