বিমানে একটি বিড়ালের আক্রমণে অসহায় হয়ে বিমান ল্যান্ড করতে বাধ্য হলেন পাইলট!
এই ঘটনা ঘটেছে কাতারগামী একটি বিমানে। বিড়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পরে বাধ্য হয়ে ওই ফ্লাইটটি ল্যান্ড করানো হয়।
বিড়ালের আক্রমণের মুখে বিমানটি ল্যান্ড করানো হয় সুদানের রাজধানী খারতুমে। এরপর সেখান থেকে ওই বিড়ালটিকে বের করে নিয়ে আসা হয়। আগে বিমানচালক থেকে শুরু করে আরও অনেকের ওপর আক্রমণ করে বিড়ালটি। পরে আতঙ্কে বিমানটিকে নামিয়ে ফেলা হয়।
মনে করা হচ্ছে, রাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময়ই বিমানের মধ্যে কোনোভাবে ওই বিড়ালটি ঢুকে গিয়েছিল।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিড়ালটিকে প্রাথমিকভাবে এক ক্রু সদস্য দেখতে পেয়েছিলেন। খারতুম থেকে বিমান ছাড়ার আধ ঘণ্টার মধ্যেই সবার সামনে আসে ওই বিড়াল। তারপরই বিড়ালটি সবাইকে আক্রমণ করতে শুরু করে।
বিড়ালটিকে যদিও ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই ধরা যায়নি সেটিকে। পরে বেরিয়ে এসে সবাইকে আক্রমণ করতে শুরু করে। আর সে কারণেই কোনোভাবে যাতে দুর্ঘটনা না ঘটে তাই দ্রুত বিমানটিকে অবতরণ করানো হয়। পরে অবশ্য ওই বিড়ালটিকে বের করে আনা হয়।