ভারতের এক পরিচ্ছন্নতাকর্মীর করোনা ভ্যাকসিন নেওয়ার দু’ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহত ব্যক্তি ভারতের গুজরাটের বাসিন্দা। 

৩০ বছর বয়সী ওই কর্মীর মৃতদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

জিগনেশ সোলাঙ্কি নামের ওই পরিচ্ছন্নতাকর্মী ভদোদরার পৌরসভায় কাজ করতেন। রোববার সকালে ভ্যাকসিন দেওয়ার পর  তিনি বাড়ি ফিরে যান তিনি ।

কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার আকস্মিকতায় শোকে মুহ্যমান সোলাঙ্কির স্ত্রী দিব্যা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জানতামই না উনি ভ্যাকসিন নিতে যাচ্ছেন। এই নিয়ে আমাদের কোনও কথাই হয়নি। পরে তিনি বাড়িতে ফিরে মেয়ের সঙ্গে খেলতে খেলতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আমাদের ধারণা, ভ্যাকসিন নেওয়ার জন্যই এভাবে হঠাৎ মৃত্যু হল তার।’