ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এক বিবৃতিতে বলেছে, তারা প্রতিবেশী দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সাথে সমন্বয়ের মধ্যমে মিয়ানমারের আকাশসীমা অতিক্রম কারী বিমান সংস্থাগুলোকে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা প্রদান করছে।

এর আগে আকাশসীমায় পরিচালিত সকল বিমান রুটের ট্রাফিক কন্ট্রোল সেবা  স্থগিত করেছিলো মিয়ানমার।  জরুরী অবস্থা ঘোষণার  পরমিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে , এরপর সকল যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় , সিএএবি এই বিষয়ে বিশেষভাবে  গুরুত প্রদান করছে।