করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরলেও আগতদের বিমানবন্দরগুলোতে আবার টেস্ট করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। করোনাভাইরাস মোকাবিলায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই বক্তব্য দেন।

অনান্য দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সুপারিশ করা হবে বলেও জানান মন্ত্রী।

সামনে বেশ জোরেশোরেই আসছে করোনার দ্বিতীয় ঢেউ। যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ এর মধ্যেই লকডাউন কার্যকর করেছে। কড়াকড়ি জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর।

গত মার্চ মাসে দেশে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও আন্তর্জাতিক ফ্লাইটে বিমান চলাচল অব্যাহত ছিল বেশ কিছুদিন ।

সংক্রমণ ছড়িয়ে পড়ার পেছনে প্রবাসীদের প্রবেশে শিথিলতা অনেকাংশে দায়ী বলে মনে করা হয়। তাই এবার শুরু থেকেই কড়াকড়ি করা হবে, এমনকি নেগেটিভ সনদ নিয়ে আসা যাত্রীদেরও  টেস্ট করা হবে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।