২ ফেব্রুয়ারি থেকে দুবাই-ভিত্তিক এয়ারলাইন এমিরেটস যুক্তরাজ্য থেকে তাদের যাত্রীবাহী বিমান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অস্থায়ী স্থগিতাদেশের পর পুনরায় একমুখী ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি ।
আমিরাত এক বিজ্ঞপ্তিতে জানায় , "২০২১ সালের ২ শে ফেব্রুয়ারি থেকে আমরা লন্ডন হিথ্রো ও ম্যানচেস্টার থেকে দুবাইয়ের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করব।"
এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইট আপডেটে যে সকল যাত্রীরা যুক্তরাজ্য ত্যাগ করতে চাচ্ছেন তাদের নতুন গন্তব্যে গিয়ে কোরেন্টাইন পালনের ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
বিমান সংস্থা বিজ্ঞপ্তিতে আরো যোগ করেন "যে সকল গ্রাহকগণ এই পরিষেবার মাধ্যমে যুক্তরাজ্য ত্যাগ করতে চাচ্ছেন তাদের সরকারের সর্বশেষ ভ্রমণ নীতিমালা অনুসরণ করতে হবে, পাশাপাশি গন্তব্যে পৌঁছনোর পরবর্তি নিয়মগুলো মেনে চলতে হবে "
করোনার নতুন রূপ সনাক্ত হওয়ার পর ২৯ শে জানুয়ারী, যুক্তরাজ্য সরকার সংযুক্ত আরব আমিরাত থেকে যাত্রীবাহী বিমান চলাচল নিষিদ্ধ করার পরে যুক্তরাজ্য ও দুবাইয়ের মধ্যে ফ্লাইট কার্যক্রম স্থগিত করে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দিনে দু'টি ফ্লাইট পরিচালনা করে থাকে।