যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।
এ নির্দেশনা সম্পর্কে জারির পরও যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে।
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের থাকতে হবে জেনেও যুক্তরাজ্য প্রবাসীরা কেন দেশে ফিরেছেন এমন প্রশ্নের জবাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েভের ঝুঁকির কারণে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের অনেকে এই মুহূর্তে যুক্তরাজ্যের চেয়ে বাংলাদেশকে নিরাপদ মনে করছেন। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে জেনেও ফিরে আসছেন।
আবার অনেকে ভেবেছিলেন বিমানবন্দরে নেমে ‘কোনো ভাবে ম্যানেজ করে’ হোম কোয়ারেন্টাইনে যেতে পারবেন। কিন্তু বিভিন্ন সংস্থার কঠোর মনিটরিং থাকায় যাত্রীরা হোম কোয়ারেন্টাইনে যাওয়ার প্রস্তাব দেয়ারই সাহস পাচ্ছেন না।’