বিমানবন্দরে অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যাওয়ায় সাময়িকভাবের বন্ধ রাখা হয়েছে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিমান চলাচল।
শনিবার (৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩ টায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল নং- S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যায় বলে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সময় সংবাদকে জানান।
দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িক ভাবে বন্ধ আছে যা রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচলের উপযুক্ত হবে। প্রশিক্ষণ বিমানের আরোহীদের মধ্যে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চীফ ইন্সট্রাক্টর পাইলট ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী সুস্থ আছেন। তবে পাইলট সামান্য আহত হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।