চাহিদা কম থাকায় আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি বিমানবন্দর থেকে লন্ডনে যাওয়ার ফ্লাইট সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। করোনা পরিস্থিতির কারণে টিকেটের চাহিদা কম থাকলেও ছুটির মৌসুমে আবারো ফ্লাইটের চাহিদা বৃদ্ধি পাবে বলে আশা করছে তারা।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে অনুসারে, আগামী ডিসেম্বরে নিউইয়র্ক, শিকাগো ও শার্লট থেকে ফ্লাইট বন্ধ করবে আমেরিকান এয়ারলাইনস। তবে আমেরিকান এয়ারলাইনসের অংশীদার ব্রিটিশ এয়ারলাইনসের মাধ্যমে অরল্যান্ডো ও নিউইয়র্ক থেকে লন্ডনে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
করোনাভাইরাস পরিস্থিতিতে কম চাহিদার কারণে ফ্লাইট সংখ্যা কমিয়েছেন বলে জানান আমেরিকান এয়ারলাইনসের এক মুখপাত্র।