করোনা মহামারিকালে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

৭টি দেশের ৮টি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। ঢাকা থেকে মাস্কাট, দোহা, দুবাই, চেন্নাই, কোলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা মেনে পরিচালিত হচ্ছে সবগুলো ফ্লাইট।

ঢাকা থেকে মাস্কাট চেন্নাই সপ্তাহে ৭টি করে ফ্লাইট, দুবাই কলকাতায় ৬টি করে ফ্লাইট, ৪টি ফ্লাইট দোহায়, ২টি ফ্লাইট কুয়ালালামপুরে এবং সিঙ্গাপুর গুয়াংজুতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া চট্টগ্রাম থেকে সরাসরি সপ্তাহে ৩টি ফ্লাইট মাস্কাট ৪টি ফ্লাইট চেন্নাই যাচ্ছে।

আন্তর্জাতিক প্রত্যেকটি রুটেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

বুধবার ( এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর পক্ষে মহাব্যবস্থাপক- জনসংযোগ মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর যেকোনো সেলস্ অফিস অথবা আপনার নিকটস্থ যেকোনো ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করুন।